Chief Minister Promod Sawant : বুথফেরত সমীক্ষার ফল বেরোতেই মোদীর কাছে গোয়ার মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : সোমবার বুথফেরত সমীক্ষার ফলাফলে বলা হয়, গোয়ায় লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ভোটের ফল প্রকাশিত হবে বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। গত ১৪ ফেব্রুয়ারি গোয়ায় ভোট হয়। প্রমোদ সাওয়ান্ত এদিন গোয়ায় বিজেপির জয়ের সম্ভাবনা নিয়ে মোদীর সঙ্গে আলোচনা করেছেন।


২০১৯ সালে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পরিকর মারা যান। তিনি ছিলেন গোয়ার জনপ্রিয় নেতা। তাঁর মৃত্যুর পরে এই প্রথমবার ভোট হচ্ছে গোয়ায়। এদিন মোদীর সঙ্গে বৈঠকের পরে সাওয়ান্ত রওনা হন মুম্বইয়ের উদ্দেশে। সেখানে তিনি বিজেপির তরফে গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে দেখা করবেন। একটি সূত্রে জানা যায়, গোয়ায় মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সঙ্গে আলোচনা চালাচ্ছেন ফড়নবিশ। ভোটের পরে ওই দলের সঙ্গে বিজেপির জোট হওয়া অসম্ভব নয়।বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, ৪০ আসনবিশিষ্ট গোয়া বিধানসভায় কংগ্রেস ও বিজেপি, উভয়েই পাবে ১৬ টি আসন। সেখানে গরিষ্ঠতা পেতে গেলে চাই ২১ টি আসন। বিজেপি অবশ্য এক্সিট পোলের ফল উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, বিজেপিই একক গরিষ্ঠতা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *