পানাজি, ৮ মার্চ (হি.স.): গোয়ায় বিজেপির জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত। মঙ্গলবার প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, ৪০টি আসনের মধ্যে ২০টিরও বেশি আসনে জিতবে বিজেপি। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে বিজেপিই জিতছে। নির্দল ও আঞ্চলিক দলের সমর্থনে আমরাই সরকার গঠন করব। তাঁদের দাবিদাওয়া নিয়ে আলোচনা করবে কেন্দ্রীয় নেতৃত্ব, প্রয়োজন হলে এমজিপি-র সমর্থন চাইব। প্রমোদ আরও বলেছেন, “নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। সর্বোচ্চ আসন নিয়ে আমরাই সরকার গঠন করব। আমি মনে করি আমরা আবারও গোয়ায় সেবা করার সুযোগ পাব।”
উল্লেখ্য, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে, গোয়ায় এ বার হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। ৪০টি আসনের মধ্যে বিজেপি ১৩-১৭, কংগ্রেস-গোয়া ফরওয়ার্ড পার্টির জোট ১২-১৬, তৃণমূল-মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির জোট ৫-৯ এবং নির্দল ও অন্যেরা ০-২টি আসনে জিততে পারে। কয়েকটি বুথ ফেরত সমীক্ষা আবার দাবি করেছে, বিজেপি-কে টপকে কংগ্রেসই গোয়ায় ক্ষমতা দখলের দৌড়ে এগিয়ে থাকবে।
সে যাইহোক, আপাতত ভোটের ফলের অপেক্ষায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের জাতীয় সহ-সভাপতি লুজিনহো ফালেইরো জানিয়েছেন, “গোয়ায় কী হতে চলছে তা কেউ বলতে পারবেন না…..দেখা যাক ভোটের ফল কী হয়। মাত্র ৩ মাসের মধ্যেই গোয়ার রাজনীতিতে ছাপ ফেলেছে তৃণমূল। আমরা শীঘ্রই পঞ্চায়েত নির্বাচনে লড়ব।”

