তেলিয়ামুড়া, ৮ ফেব্রুয়ারি : মুঙ্গিয়াকামী থানার পুলিশ আগরতলা থেকে বহিঃরাজ্যে যাওয়ার পথে আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৬ মাইল এলাকায় একটি লরি আটক করে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে।
সংবাদ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার পুলিশ অফিসার এসআই রথিন দাস লরি আটক করে তল্লাশি চালান। তল্লাশি চালিয়ে ওই লরি থেকে ২৯২কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। লরি চালক এবং সহচালককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে।
ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সনাতন জমাতিয়া জানান, সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার এসআই রথিন দাস ৩৬ মাইল এলাকায় সন্দেহভাজন আটক করে পুলিশকে নিয়ে তল্লাশি চালান। তল্লাশি চালানোর সময় যথারীতি ওই লরি থেকে প্রচুর পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করা গাজার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষাধিক টাকা বলে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন। বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্যে গাঁজা গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও জানা যায়।
উল্লেখ্য, জাতীয় সড়কে প্রায়ই গাড়ি আটক করে গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে বলেও পুলিশ আধিকারিক জানিয়েছেন।

