জম্মু, ৭ মার্চ (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা সোমবার শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দিরে প্রার্থনা করতে জম্মু পৌঁছান।
মন্দিরে যাওয়ার পর বিজেপি প্রধান কেন্দ্রশাসিত অঞ্চলের দলীয় কর্মীদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণের দিনেই শ্রদ্ধেয় মন্দিরে নড্ডা সফর করেন।
উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুর সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট গণনা ১০ মার্চ অনুষ্ঠিত হবে।