শ্রীনগর, ৭ মার্চ (হি.স.): চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল শ্রীনগরের ব্যস্ততম আমিরা কাদাল বাজারে গ্রেনেড হামলায় জখম মেয়েটি। সোমবার সকালে মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী রাফিয়ার। এসএমএইচসি হাসপাতালে চিকিৎসা চলছি রাফিয়ার, সোমবার সকালে হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
রবিবার বিকেল ৪.২০ মিনিট নাগাদ ব্যস্ততম বাজারে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। ওই দিনই একজনের মৃত্যু হয়েছিল, গুরুতর জখম হয়েছিল রাফিয়া। শরীরে বিভিন্ন স্থানে সে চোট পেয়েছিল। এরপর সোমবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। রবিবার যে ব্যক্তির মৃত্যু হয়েছিল তাঁর নাম-মুহম্মদ আসলাম মাখডুমি (৭০)। আমিরা কাদাল ব্রিজের কাছে বিস্ফোরণে মোট ২৮ জন আহত হয়েছিলেন।