নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৬ মার্চ৷৷আবারো আগরতলা-শিলচর গামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ এক মহিলার৷রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায়৷ঘটনা চুরাইবাড়ি থানাধীন লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে৷
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর প্রায় দেড়টা নাগাদ উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষী নগর গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ড সংলগ্ণ এলাকায় আগরতলা-শিলচর গামী মালবাহী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় অজ্ঞাত পরিচয়ের পঞ্চাশোর্ধ এক মহিলার৷ যথারীতি ঘটনার খবর পেয়ে অকুস্থল পৌছায় ধর্মনগর রেল পুলিশ৷রেল পুলিশ অকুস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷তবে দীর্ঘক্ষণ মৃতদেহ রেল লাইনে পড়ে থাকাতে কিছু সময়ের জন্য রেল পরিষেবা বন্ধ থাকলেও পরবর্তীতে রেল চলাচল স্বাভাবিক হয়৷
এদিকে রেল পুলিশের এ এস আই চিত্তরঞ্জন দেববর্মা জানান,মৃত মহিলার পরিচয় এখন পর্যন্ত সনাক্ত করা সম্ভব হয়নি৷তবে বর্তমানে মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে৷ ময়নাতদন্তের পর পরিচয় সনাক্ত হলে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ অপরদিকে সানীয় লক্ষি নগর এলাকার সানীয়রা জানান, উক্ত এলাকায় প্রায়শই রেলে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে থাকে৷ কেননা,কালাছড়া থেকে লক্ষি নগর হয়ে চান্দপুর যাবার একমাত্র রাস্তায় নেই রেল ক্রসিং৷আর সে কারনেই উক্ত এলাকায় রেল দূর্ঘটনা সংঘটিত হয়৷ যদিও সানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, উক্ত রেল ক্রসিংয়ে একটি ওভার ব্রিজ বসানোর৷ কিন্তু তাতে রেল দপ্তর কোন কর্ণপাত না করাতে উক্ত এলাকা বর্তমানে রেল দুর্ঘটনায় রেড জোনে পরিণত হয়েছে৷