BRAKING NEWS

দেশে ফিরল বায়ুসেনার তিনটি বিমান, ইউক্রেন থেকে স্বদেশে ফিরলেন ৬২৯ ভারতীয়

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): ‘অপারেশন গঙ্গা’ অভিযানের অধীনে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার প্রক্রিয়া জারি রয়েছে। ভারতীয় বায়ুসেনার তিনটি বিমানে মাতৃভূমিতে ফিরলেন আরও ৬২৯ জন, প্রায় সকলেই পড়ুয়া। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে শনিবার সকালে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে ফিরে এসেছে বায়ুসেনার তিনটি সি-১৯ বিমান। পোল্যান্ড, রোমানিয়া ও স্লোভাকিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৬২৯ জন ভারতীয় নাগরিককে। প্রস্থানের সময় ১৬.৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে গিয়েছিল বিমানগুলি।

এদিনই দেশে ফিরেছেন আরও ৩৯৯ জন ভারতীয় নাগরিক, ইন্ডিগোর একটি বিশেষ বিমানে রোমানিয়ার সুসেভা থেকে দিল্লি ফিরেছেন ২২৯ জন ভারতীয় নাগরিক এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার বিমানে দিল্লিতে ফেরেন ১৭০ জন ভারতীয় নাগরিক। দিল্লি বিমানবন্দরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ বলেছেন, ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *