Narendra Modi: ৬ মার্চ পুণে মেট্রোর শুভসূচনা, ট্রেনেও সফর করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): শিলান্যাস করেছিলেন তিনি, উদ্বোধনও করেছেন তিনিই। তিনি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৬ মার্চ, রবিবার পুণে মেট্রোর শুভসূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে এই মেট্রোরেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ৬ মার্চ পুণে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি পুণে-তে আর্বান গতিশীলতার জন্য বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার প্রদান করবে; ২০১৬ সালে প্রধানমন্ত্রী এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, মোট ৩২.২ কিলোমিটার পুণে মেট্রো রেল প্রকল্পের ১২ কিলোমিটার বিস্তৃত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি গারওয়ার মেট্রো স্টেশনে প্রদর্শনীর উদ্বোধন ও পরিদর্শন করবেন এবং সেখান থেকে আনন্দনগর মেট্রো স্টেশন পর্যন্ত মেট্রোতে সফর করবেন।