বরিসের সঙ্গে কথা জেলেনস্কির, সহযোগিতার আশ্বাস ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লন্ডন ও কিয়েভ, ৪ মার্চ (হি.স.): রাশিয়ার সঙ্গে যুদ্ধে একাই লড়ে যাচ্ছে ইউক্রেন। রাশিয়ার সামরিক অভিযানে ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর, এমতাবস্থায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে কথা বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উভয়ের মধ্যে নানা বিষয়ে মতবিনিময় হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য তাঁর পক্ষ থেকে যা যা করা সম্ভব তা তিনি করবেন।

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, “ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী জনসন বলেছেন, প্রেসিডেন্ট পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলতে পারে। তিনি বলেছিলেন যে পরিস্থিতি যাতে আরও অবনতি না হয় তা নিশ্চিত করতে ব্রিটেন যা যা করা সম্ভব করবে।” রাশিয়া-ইউক্রেন সংঘাতের প্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের জন্য আবেদন জানাবেন বলেও জানিয়েছেন বরিস জনসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *