সিডনি, ৪ মার্চ (হি.স.): প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিক্রেটার রড মার্শ (রডনি উইলিয়াম মার্শ)। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের বয়স হয়েছিল ৭৪ বছর। গত বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি কুইন্সল্যান্ডের বুন্দাবার্গে একটি চ্যারিটি অনুষ্ঠানে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান রড মার্শ। শুক্রবার ক্রিক্রেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাঁর মৃত্যুর দুঃসংবাদ জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক-ব্যাটার ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দেশের হয়ে ৯৬টি টেস্ট খেলেছেন। এক দিনের ম্যাচের সংখ্যা ৯২। যখন ক্রিকেট থেকে অবসর নেন, তখন উইকেট নিয়েছিলেন ৩৫৫, যা ছিল তৎকালীন বিশ্বরেকর্ড। বাঁহাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করেছিলেন। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ২৬.৫১ গড়ে ৩৬৩৩ রান করেছেন। এক দিনের ক্রিকেটে ২০.০৮ গড়ে ১২২৫ রান রয়েছে মার্শের। ক্রিকেট ছাড়ার পরে কোচিংয়ের কাজে যুক্ত ছিলেন। নিয়মিত ধারাভাষ্যের কাজেও যুক্ত ছিলেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন। দু’বছর সেই দায়িত্বে ছিলেন।

