Union Home Minister Amit Shah : উত্তরপ্রদেশে ছয় দফায় এসপি, বিএসপি নিশ্চিহ্ন হয়েছে, দাবি অমিত শাহ-র

গাজিপুর (উত্তরপ্রদেশ), ৪ মার্চ (হি.স.) : শুক্রবার উত্তরপ্রদেশের গাজিপুরের এক নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, প্রথম ছয় দফার নির্বাচনে এটা পরিষ্কার হয়েছে যে বিজেপি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হচ্ছে, সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) রাজ্য থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে।

এদিন নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, রাজ্যকে অপরাধী এবং মাফিয়াদের কবল থেকে মুক্ত করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে মাফিয়াদের দখল থেকে দুহাজার কোটি টাকার জমি মুক্ত করা হয়েছে। উত্তর প্রদেশে অপরাধ কমানোর কাজ বিজেপি সরকারের অধীনে হয়েছে বলেও তিনি জোর দিয়েছেন।


তিনি আরও বলেন, আগে উত্তরপ্রদেশে গরিবদের ঘরে বিদ্যুৎ ছিল না। যোগীজির সরকার উত্তরপ্রদেশে ১৮ থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে। আজ গরিবদের ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। এই পরিবর্তন এসেছে।

আজমগড়, মউ, জৌনপুর, গাজিপুর, চান্দৌলি, বারাণসী, মির্জাপুর, ভাদোহি এবং সোনভদ্র সহ নয়টি জেলা জুড়ে মোট ৫৪ টি বিধানসভা আসনে ৭ মার্চ সপ্তম এবং চূড়ান্ত পর্বে ভোট হবে।