আগরতলা, ৪ মার্চ (হি. স.) : আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য দিল্লি থেকে আগরতলা বিমান খরচ নিজের বেতন থেকে বহন করার ঘোষণা দিলেন তিনি। শুধু তাই নয়, নয়াদিল্লি স্থিত ত্রিপুরা ভবনের আধিকারিকদের ইউক্রেন ফেরত ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার নির্দেশ নিয়েছেন তিনি।
আজ এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরাবাসীর নিঃস্বার্থ স্নেহ ও আশীর্বাদে আমি সর্বদা ঋণী। তাই কৃতজ্ঞতা স্বরূপ সিদ্ধান্ত নিয়েছি, ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের দিল্লি থেকে আগরতলা বিমানভাড়ার খরচ নিজের বেতন থেকে বহন করব। সাথে তিনি যোগ করেন, নয়াদিল্লিস্থিত ত্রিপুরা ভবনের আধিকারিকদের ইউক্রেন ফেরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করার জন্য নির্দেশ দিয়েছি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ভারতীয় ছাত্রছাত্রীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ।

