Joe Biden: পুতিন স্বেচ্ছাচারী, ইউক্রেনে আক্রমণ করে বিশ্বে সঙ্কট ডেকে এনেছেন : জো বাইডেন

ওয়াশিংটন, ২ মার্চ (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেছেন, “কিয়েভে চক্কর দিলেও ইউক্রেনীয় জনগণের হৃদয় ও আত্মা জয় করতে পারবেন না পুতিন। তিনি কখনই মুক্ত বিশ্বের সঙ্কল্পকে দুর্বল করতে পারবেন না।” স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, “আমরা, আমেরিকার জনগণ সর্বদা ইউক্রেনের জনগণের পাশে রয়েছি।”

বাইডেন আরও বলেছেন, “গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের লড়াইয়ে গণতন্ত্রই জয়ী হওয়ার পথে।” রাশিয়ার সমস্ত বিমানের জন্য আমেরিকার আকাশসীমা বন্ধ করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের কথায়, “আমেরিকা এবং আমাদের মিত্ররা সম্মিলিত শক্তি দিয়ে ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে। ইউক্রেনীয়রা সাহসের সঙ্গে লড়াই করছেন। পুতিন যুদ্ধক্ষেত্রে লাভবান হতে পারেন, তবে ভবিষ্যতে তাঁকে মূল্য চোকাতে হবে।”