মুম্বই, ২ মার্চ (হি.স.): নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র একটি তদন্তকারী দল (সিট্) জানিয়েছে, আরিয়ান খান বৃহত্তর মাদক ষড়যন্ত্রের অংশ ছিলেন এমন কোনও প্রমাণ নেই। সিট্-এর এই দাবির প্রেক্ষিতে সিট্ প্রধান ও এনসিবি ডিডিজি (অপারেশন) সঞ্জয় সিং জানিয়েছেন, “আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ নেই তা এখনই বলা ঠিক নয়, তদন্ত এখনও চলছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক সিট্-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আরিয়ান যে মাদক নেওয়া বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনও প্রমাণ নেই। দলের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতা-পুত্রকে গ্রেফতারের পিছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাঁদের। তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি নিজেও মাদক নিতেন না! তাই, কী কারণে তাঁর মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনই বা ফোনের বার্তা দেখা হয়েছিল-তাঁরা তদন্তে নেমে বুঝতেই পারেননি।
তবে, সিট্-এর এই বক্তব্যকে মোটেও মানতে নারাজ বিশেষ তদন্তকারী দল (সিট্) ও এনসিবি ডিডিজি (অপারেশন) সঞ্জয় সিং। তিনি বুধবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি, তা এত আগে বলাটা ঠিক নয়। যেহেতু তদন্ত এখনও চলছে।

