Kedarnath Open : পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, আগামী ৬ মে খুলছে কেদারনাথ মন্দিরের কপাট

উকিমঠ, ১ মার্চ (হি.স.): আগামী মে মাসের ৬ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে কেদারনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.২৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের কপাট। মঙ্গলবার মহা শিবরাত্রি, এদিন ওমকারেশ্বর মন্দিরে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানের পরে কেদারনাথ মন্দির খোলার শুভ তারিখ এবং সময় ঘোষণা করা হয়েছে

বদ্রী-কেদার মন্দির কমিটির আধিকারিক হরিশ গৌড় জানিয়েছেন, বৃশ্চিক লগ্নে খোলা হবে কেদারনাথ মন্দিরের কপাট। উপস্থিত ছিলেন কেদারনাথ মন্দিরের প্রধান পুরোহিত রাওয়াল ভীমাশঙ্কর লিং এবং বদ্রী-কেদার মন্দির সমিতির সভাপতি অজেন্দ্র অজয়। উকিমঠের ওমকারেশ্বর মন্দিরেই শীতের সময় ভগবান শীবের পূজার্চনা করা হয়।

প্রসঙ্গত, কেদারনাথ মন্দির খোলার দু’দিনের মাথায় ৮ তারিখ পুনরায় উন্মুক্ত হতে চলেছে বদ্রীনাথ মন্দিরের কপাট। পুন্যলগ্ন সকাল ৬.১৫ মিনিট, ওই সময়ই খুলে দেওয়া হবে বদ্রীনাথ মন্দিরের কপাট। শীতের শুরুতে গত বছরের ২০ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়েছিল বদ্রীনাথ মন্দিরের কপাট, হিমালয়ের পাদদেশে অবস্থিত এই মন্দির পুনরায় উন্মুক্ত হবে ৮ মে সকাল ৬.১৫ মিনিটে।