নয়াদিল্লি ও বেঙ্গালুরু, ১ মার্চ (হি.স.): যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারালেন এক ভারতীয় পড়ুয়া। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণের ফলে এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানান, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, মঙ্গলবার সকালে খারকিভে শেলিংয়ের ফলে একজন ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’
মৃত পড়ুয়া কর্নাটকের হাভেরি জেলার বাসিন্দা। মৃত ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। নবীন মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় আছড়ে পড়ে রুশ বোমা। বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। এর ফলেই তাঁর মৃত্যু হয়। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই ইতিমধ্যেই ওই ছাত্রের বাবার সঙ্গে কথা বলেছেন। নবীনের দেহ ভারতে নিয়ে আসার জন্য সমস্ত ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

