নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): রাজধানীতে করোনা-মহামারীর বাড়বাড়ন্তের কারণে দীর্ঘ দু’মাস বন্ধ থাকার পর পুনরায় খুলে গেল দিল্লি চিড়িয়াখানা। মঙ্গলবার থেকে খুলে দেওয়া হয়েছে দিল্লি চিড়িয়াখানা। আশ্চর্যের বিষয় হল, রাতারাতি বিক্রি হয়ে গিয়েছে সমস্ত টিকিট। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গত ৪ জানুয়ারি বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লি চিড়িয়াখানা, অনলাইনে টিকিট বিক্রিও বন্ধ করে দেওয়া হয়।
সোমবার রাতে পুনরায় চালু হয় অনলাইনে টিকিট বিক্রি, রাত ৮.৩০ মিনিটের মধ্যেই ৪০০০ টিকিট বিক্রি হয়ে যায়। এরপর মঙ্গলবার সকাল থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় দিল্লি চিড়িয়াখানা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এক দিনে ৪০০০ ভিজিটর চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন, দু’টি সময়ে সকাল ৮.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিট ও ১২.৩০ মিনিট থেকে ৪.৩০ মিনিট অবধি।