Boycott: রাশিয়ান মদ বয়কট শুরু একাধিক দেশে

ওয়েশিংটন, ২৬ ফেব্রুয়ারি (হি. স.) : রাশিয়ার আগ্রাসী মনোভাব এবং ইউক্রেনের ওপর হামলার ঘটনায় একাধিক কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে আমেরিকা। এবার যুদ্ধের রেশ এসে পড়েছে মদের ওপর। বিরোধিতা করে রাশিয়ান মদের বয়কট শুরু হয়েছে একাধিক দেশে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশ কয়েকটি রাজ্য রাশিয়ান ব্র্যান্ডের মদ বয়কট করছে।

পশ্চিমের দেশগুলির লাগাতার হুঁশিয়ারির পরও ইউক্রেনের ওপর আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়ার আক্রমণে লণ্ডভণ্ড ইউক্রেন। একাধিক প্রতিবন্ধকতা আরোপ করেও আটকানো যাচ্ছে না রাশিয়াকে। রাশিয়ান ভদকা সমগ্র পৃথিবীতেই ভীষণ জনপ্রিয়। রাশিয়ার সারা বিশ্বে ভদকা রফতানি করে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের প্রদেশের গভর্নর ক্রিস সুনুনু শনিবার জানিয়েছেন রাশিয়ায় তৈরি ও রুশ ব্র্যান্ডের কোনও মদ সেই প্রদেশের কোনও মদের দোকানে বিক্রি করা যাবে না। ওহিওর গভর্নরও একই ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। মদের দোকান গুলিকে রাশিয়ান ভদকা কেনায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কানডার মদের দোকানগুলিতে তাদের মদ রাখায় জায়গা থেকে রাশিয়ান ভদকা এবং রাশিয়াতে তৈরি যাবতীয় মদ সরিয়ে ফেলা হচ্ছে। ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। কানডার সবথেকে জনবহুল প্রদেশ অন্টারিওতেও মদের দোকানগুলিকে রাশিয়ায় তৈরি ভদকার বোতল তুলে নিতে বলা হয়েছে। অন্টারিওর মোট ৬৭৯ টি স্টোর থেকে রাশিয়ার তৈরি ভদকা তুলে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।