তেলিয়ামুড়া, ২৪ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়া হাওয়াইবাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, আগরতলা থেকে একটি বাস গাড়ি দামছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ওই গাড়িতে করে নেশাজাতীয় কফ সিরাপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের কাছে আগাম খবর ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ হাওয়াই বাড়িতে গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে একশো কুড়ি বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। গাড়ির চালক এবং সহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনা বৃহস্পতিবার বেলা দশটা নাগাদ। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার পুলিশ এন ডি পি এস ধারায় মামলা গ্রহণ করেছে।