কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি. স.) : চার্লস পিনগ্রোপেকে সভাপতি করে মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে । ছ’জন সহ-সভাপতি সঙ্গে দুইজন সাধারণ সম্পাদক ও দু’জনকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরা ও অসমে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে তৃণমূল।
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন রাজ্যে তৃণমূল সংগঠনিক শক্তি বৃদ্ধির পথে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য হিসেবে ত্রিপুরা ও অসমে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে তৃণমূল। কিছুদিন আগেই মেঘালয়ে বিরোধী দল হিসেবে পা রেখেছে তৃণমূল কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা মুকুল সাংমাও সদলবলে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সম্প্রতি তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দেখভালের জন্য মুকুলের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিককে। দলের কর্মসমিতির বৈঠকের পর জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটি এবং সাংগঠনিক পদ ঘোষণা করবেন শীঘ্রই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই অনুযায়ী মঙ্গলবার মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করা হল। ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে । মেঘালয় তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে চার্লস পিনগ্রোপেকে । সহসভাপতি পদ দেওয়া হয়েছে জেমস এস লিংডো, জেনেথ এম সাংমা, শিতলাং পালে, মারথন এম সাংমা, এইচ এম শাংপলিংগা, জর্জ বি লিংডো। সাধারণ সম্পাদক মানস দাশগুপ্ত ও মুকুল দাস। যুগ্ম সম্পাদক কোমল মারবানিং এবং জয়ন্ত সেন।