বারাকপুর, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : পুরভোটের আগে ফের উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বারাকপুর। উত্তর বারাকপুর পুরসভায় প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল মজুমদারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবার আক্রান্ত তৃণমূল যুব নেতা সহ এক তৃণমূল কর্মী। অভিযোগ, শনিবার রাতে উত্তর বারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর সাহা ও আর এক কর্মী একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় চালবাজার বরফ কল আসতেই বেশ কিছু দুষ্কৃতী তাঁদের বাইক দাঁড় করিয়ে রাস্তা আটকায়। হুমকি দিয়ে বলে ‘তৃণমূল করা’। এই বলেই হঠাৎই ধারাল আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।
দীপঙ্করের সঙ্গে থাকা তৃণমূল কর্মী সমীর বসুকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করা হয়। দুজনেই গুরুতর জখম হয়। এরপর সমীরকে বিএন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। অভিযোগ, পুরভোটের আগে বিজেপির তরফে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। কিন্তু শাসকদলের এই অভিযোগ মানতে নারাজ বারাকপুর বিজেপির সাংগঠনিক জেলার সদস্য আবিষ্কার ভট্টাচার্য। তিনি বলেন, বিজেপির নাম জড়ানো একটি রোগে পরিণত হয়েছে। এটা তৃণমূলের নিজেদের ঝামেলা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিটাগড় থানার পুলিস।