BRAKING NEWS

Leopard : গাছের মগডালে চিতাবাঘ, চাঞ্চল্য নকশালবাড়িতে

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবাসরীয় সকালে চিতাকান্ডে চাঞ্চল্য নকশালবাড়িতে । এক গাছ থেকে অন্য গাছ, সব শেষে স্থানীয়দের হইচইয়ে একটি গাছের মগডালে গিয়ে উঠল চিতাবাঘ। শিলিগুড়ির নকশালবাড়ির মেচী নদী সংলগ্ন ঘুঘুঝোড়া গ্রামে চিতাবাঘ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। খবর পেয়ে টুকরিয়া ঝাড় বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে থেকে নামিয়ে শেষপর্যন্ত জালবন্দি করে চিতাবাঘটিকে নিয়ে যায় বনকর্মীরা।

রবিবার সকালে আচমকা একটি চিতাবাঘ ওই এলাকায় ঢুকে পড়ে। তা দেখে চক্ষু ছানাবড়া স্থানীয়দের। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। স্থানীয়রা আত্মরক্ষার স্বার্থে চিতাবাঘটিকে তাড়া করতে থাকে। চিতাবাঘটিও রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে। ভয় পেয়ে একটি এলাকায় একের পর এক গাছে লাফাতে থাকে। একটি গাছের মগডালে উঠে পড়ে। খবর দেওয়া হয় বনদফতরে। একটুও সময় নষ্ট না করে ওই এলাকায় পৌঁছন বনকর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশও। ততক্ষণে অবশ্য একটি গাছের মগডালে বসে রয়েছে চিতাবাঘটি। এলাকায় ব্যাপক ভিড়ও জমে যায়। পুলিশের তৎপরতায় তড়িঘড়ি এলাকা ফাঁকা করার কাজ শুরু হয়। যুদ্ধকালীন তৎপরতায় জাল দিয়ে ঘিরে ফেলা হয় গোটা এলাকা। কিন্তু চিতাবাঘটিকে গাছের মগডাল থেকে নামাতেই যেন কালঘাম ছোটে বনকর্মীদের। ওই গাছটিকে কেটে ফেলা হয়। তারপর গাড়ির সঙ্গে দড়ি বেঁধে গাছটিকে মাটিতে ফেলা হয়। চিতাবাঘটি দৌড়ে পালিয়ে যায়। এরপর চকলেট বোমা ফাটিয়ে চিতাবাঘটিকে জালবন্দি করা হয়। তারপর তাকে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সেখানেই ছেড়ে দেওয়া হবে চিতাবাঘটি। এদিকে, চিতাবাঘটিকে জালবন্দি করায় স্বস্তিতে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *