BRAKING NEWS

Snowfall : : ফের তুষারের চাদরে ঢাকল সিকিম, ছাঙ্গুতে ব্যহত যান চলাচল

শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : ফের তুষারের চাদরে ঢাকল সিকিম পাহাড়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার রাতে হঠাৎই তুষারপাত শুরু হয় লাচেনে।এরপর তুষারপাত হয় লাচুং, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায়। রবিবার সকালেও পাহাড়ের উপরিভাগে তুষারপাত ঘটে। তুষারপাতের জেরে রবিবার ছাঙ্গুতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্বাভাস মতে ফের তুষারের চাদরে ঢাকল সিকিম পাহাড়। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বসন্তেও তুষারপাতের সম্ভাবনা উস্কে উঠেছিল। শনিবার রাতে হঠাৎই তুষারকণার আছড়ে পড়া শুরু হয় লাচেনে। পরবর্তীতে যা অব্যাহত থাকে লাচুং, ছাঙ্গু সহ বিস্তীর্ণ এলাকায়। রবিবার সকালেও পাহাড়ের উপরিভাগে তুষারপাত ঘটে। ছাঙ্গুতে এতটাই তুষারপাত হয় যে রবিবার যান চলাচল বন্ধ হয়ে যায়।

সিকিম আবহাওয়া দফতরের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহা জানান, একই পরিস্থিতি থাকবে সোমবারও। কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি ও তুষারপাতের জেরে পাহাড়ি অঞ্চলের দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পেয়েছে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *