BRAKING NEWS

Firhad Hakim : আনিস খুনের নিরপেক্ষ তদন্ত করে আদালতে তথ্য পেশ করবে পুলিশ : ফিরহাদ

কলকাতা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): ছাত্র নেতা আনিস খান হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে আদালতে তথ্য পেশ করবে পুলিশ৷ দোষীরা যথাযত শাস্তি পাবে৷ রবিবার এমনটাই জানালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম৷

শনিবারের মতো এদিনও ফিরহাদ দাবি করেন, বহিরাগত দুষ্কৃতীদের দ্বারা আনিসকে খুন করা হতে পারে৷ তবে, গোটা বিষয়টা তদন্ত সাপেক্ষ। কারণ, যে ভাবে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে আনিসকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তা এক কথায় নজিরবিহীন৷ উত্তরপ্রদেশ-বিহারের মতো রাজ্যগুলিতে এভাবে মানুষকে মারা হয়৷ বাংলার সংস্কৃতিতে মানুষ খুন করা হয় না বলেও মনে করেন কলকাতার মেয়র৷
ফিরহাদ আরও বলেন, ‘‘রাজ্যের পুলিশ-প্রশাসন যথেষ্ট সক্রিয়। কীভাবে এবং কেন এই ধরনের নৃশংস খুন করা হল, তার তদন্ত শুরু হয়েছে। নিরপেক্ষ বিচার করে দোষীকে কঠোর শাস্তি দেওয়া উচিত। যাতে এধরনের কাজ ভবিষ্যতে রাজ্যে না হয়৷
প্রসঙ্গত, শুক্রবার মাঝরাতে রাতে পুলিশ পরিচয় দিয়েআনিসকে ছাদ থেকে ঠেলে ফেলে খুন করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ সম্পূর্ণ অন্ধকারে রয়েছে। আমতার বাড়িতে কোন চারজন আনিসকে ডাকতে এসেছিল, তাদের মধ্যে কে পুলিশের পোশাক পরেছিল, কেনই বা তাঁকে তিনতলা থেকে ঠেলে খুন করা হল, পুলিশ সেসব জানার চেষ্টা করছে বটে। তবে তদন্তে একচুলও অগ্রগতি হয়নি। রহস্য ক্রমেই জটিল হচ্ছে, উঠছে বহু প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *