JP Nadda : উত্তরপ্রদেশ, পঞ্জাবের মানুষকে উন্নয়ন, সমৃদ্ধির জন্য ভোট দেওয়ার আহ্বান নড্ডার

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশ এবং পঞ্জাবের জনগণকে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধি বজায় রাখতে তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। রবিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার এবং পঞ্জাবে এক দফায় ভোট যখন চলছে, তখন তিনি দুই রাজ্যের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে টুইটে লিখেছেন, “উত্তরপ্রদেশে তৃতীয় দফার সঙ্গে আজ পঞ্জাবের সব আসনে ভোট হচ্ছে। গণতন্ত্রের মহান উৎসবের এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে আমি সমস্ত ভোটারদের রাজ্যের সমৃদ্ধি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য ভোট দেওয়ার অনুরোধ করছি। রাজ্যের অগ্রগতিতে আপনার অংশ নিশ্চিত করুন।”

উত্তর প্রদেশে তৃতীয় ধাপের নির্বাচনের জন্য ৫৯টি আসনে ভোটগ্রহণ সকাল ৭ টায় যখন পঞ্জাব নির্বাচনে ১১৭টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৮ টায়।