Arvind Kejriwal : পঞ্জাব নির্বাচন: কংগ্রেস ৭০ বছরে জল সরবরাহ করতে পারেনি, কেজরিওয়াল

জালালাবাদ(পঞ্জাব), ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার কংগ্রেসকে আক্রমণ করে নির্বাচনী জনসভায় আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, কংগ্রেস ৭০ বছরেও পঞ্জাবের গ্রামে জল সরবরাহ করতে পারেনি।

এদিন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে জালালাবাদে এক জনসভায় কেজরিওয়াল অভিযোগ করেন, কংগ্রেস শাসিত রাজ্যের ১৫০টি গ্রামে জল সরবরাহ নেই। তবে আমাদের সরকার হলে আমরা প্রতিটি গ্রামে জল সরবরাহ নিশ্চিত করব।
গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন কেজরিওয়াল। বৃহস্পতিবার পাঠানকোটে রোডশো করেন তিনি। এর আগে তিনি গুরুদাসপুর জেলার ফতেহগড় চুরিয়ানেও প্রচার চালান।

পঞ্জাবের ১১৭ টি বিধানসভা আসনে নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *