থানে, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলায় এবার বার্ড ফ্লু আতঙ্ক! থানে জেলার শাহাপুর তেহসিলের অন্তর্গত ভেহলোলি গ্রামের একটি পোলট্রি ফার্মে আচমকাই মৃত্যু হয়েছে শতাধিক মুরগির। বার্ড ফ্লুর শঙ্কায় মৃত মুরগিগুলির নমুনা পরীক্ষার জন্য পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছে। শুক্রবার থানের ডিএম ও কালেক্টর রাজেশ জে নারভেকর জানিয়েছেন, “থানে জেলার শাহাপুর তেহসিলের অন্তর্গত ভেহলোলি গ্রামের একটি পোলট্রি ফার্মে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০টি মুরগির। নমুনা পরীক্ষার জন্য পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।”
ডিএম ও কালেক্টর রাজেশ জে নারভেকর আরও জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যে ওই পোলট্রি ফার্মের প্রায় এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা প্রায় ২৫ হাজার পাখির মৃত্যু হতে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে জেলা পশুপালন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।” আপাতত পুণে-তে পাঠানো নমুনার রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ডিএম ও কালেক্টর।