BRAKING NEWS

Air India : ভারতীয়দের ফেরাতে ইউক্রেন-ভারতের মধ্যে বিমান চলাচলে এগিয়ে এল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি. স.) : বিদেশমন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হল টাটা গোষ্ঠী । গতকালই বিদেশমন্ত্রক যাতে ইউক্রেন থেকে ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে পারেন, তার জন্য ভারতের সংস্থাগুলিকে উড়ানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করে৷ এরপরই ইউক্রেন-ভারতের মধ্যে বিমান চলাচলে এগিয়ে এল টাটা অধিগৃহীত এয়ার ইন্ডিয়া ৷ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারত-ইউক্রেনের মধ্যে তিনটি উড়ান চালাবে এয়ার ইন্ডিয়া৷ শুক্রবার টুইট করে সে কথা জানাল এয়ার ইন্ডিয়া৷

টুইটে উড়ান সংস্থা জানিয়েছে, আগামী ২২, ২৪ এবং ২৬ ফেব্রুয়ারি এয়ার ইন্ডিয়ার বিমান নামবে ইউক্রেনের বোরিস্পিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে৷ সেই বিমানে চেপে দেশে ফিরতে পারবেন ভারতীয়রা৷ তবে বিমানে ওঠার টিকিট যাত্রীদেরই কাটতে হবে৷ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তাদের ওয়েবসাইটে গিয়ে টিকিট কাটতে৷ কল সেন্টারে ফোন করে অথবা ট্র্যাভেল এজেন্টের সহায়তায় টিকিট কাটতে পারবেন৷ টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে৷

বৃহস্পতিবারই এয়ার বাবল এগ্রিমেন্টের নিষেধাজ্ঞা তুলে দেয় ভারত৷ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভারত-ইউক্রেনের মধ্যে উড়ান নামা এখন আরও বাড়বে৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল জানিয়েছিলেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে কোনও বিশেষ বিমান এখনই পাঠানো হচ্ছে না৷ রুশ-ইউক্রেন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে সব কিছু৷ বরং তিনি ভারতের সংস্থাগুলিকে উড়ানের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেন৷ যাতে ইউক্রেন থেকে ভারতীয়রা দ্রুত দেশে ফিরতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *