BRAKING NEWS

Amit Shah: ফের সুযোগ দিন, উত্তর প্রদেশের কোনও কৃষককে বিদ্যুতের বিল দিতে হবে না : অমিত শাহ

শিকোহাবাদ, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের কৃষকদের বড় আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বৃহস্পতিবার উত্তর প্রদেশের ফিরোজাবাদের শিকোহাবাদের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “আমাদের আরও একটি সুযোগ দিন, আমাদের সরকারের অধীনে আগামী ৫ বছর উত্তর প্রদেশের কোনও কৃষককে বিদ্যুতের বিল দিতে হবে না।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “২০১৪ সালে যখন আমাদের সরকার গঠন হয়েছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এই বিজেপি সরকার দলিত, নিপীড়িত এবং পিছিয়ে পড়াদের সরকার। মোদীজি উত্তর প্রদেশে অনেক প্রকল্প পাঠিয়েছেন এবং যোগী জি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রকল্পগুলি প্রতিটি গরিবের ঘরে পাঠিয়েছেন।”

অমিত শাহ আরও বলেছেন, “উত্তর প্রদেশের ১.৬৭ কোটি মায়েদের গ্যাস দেওয়ার কাজটি করেছেন নরেন্দ্র মোদীজি। ২.৬১ কোটি দরিদ্রের বাড়িতে শৌচাগার নির্মাণের কাজ করা হয়েছে। আমাদের বিজেপি সরকার ১.৪১ কোটি দরিদ্রের ঘরে বিদ্যুৎ দেওয়ার কাজ করেছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভায় উপস্থিত জনগণের কাছে জানতে চান, “যোগী আদিত্যনাথ জি মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তর প্রদেশে কি কোনও মাফিয়া-বাহুবলী আছে? মাফিয়া ও বাহুবলীদের জেলে ঢোকানোর কাজ করেছেন যোগীজি। উত্তর প্রদেশে একজনও বাহুবলী নেই। এখন উত্তর প্রদেশে বজরংবলি ছাড়া আর কেউ নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *