বিধায়ক পদ খারিজের আবেদন, শেষ সুযোগ পেলেন আইপিএফটির বৃষকেতু দেব্বর্মা, পরবর্তী শুনানি ৬ এপ্রিল

আগরতলা, ১৪ ফেব্রুয়ারি (হি. স.) : আরো সময় পেলেন আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মা। দলবিরোধী কাজের অভিযোগে এখনই তাঁর বিধায়ক পদ খারিজ হচ্ছে না। নোটিশ দেওয়া সত্ত্বেও আজকেও তিনি বিধানসভার অধ্যক্ষের সামনে উপস্থিত হননি। তাই, আগামী ৬ এপ্রিল দুপুর সাড়ে বারটায় ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষের সামনে উপস্থিত হয়ে সাফাই দেওয়ার অন্তিম সুযোগ দেওয়া হয়েছে তাঁকে।


প্রসঙ্গত, শাসক দল জোট শরিক দল আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মা বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কিন্ত, বিধানসভার অধ্যক্ষের সামনে সশরীরে হাজির হয়ে পদত্যাগ পত্র জমা না দেওয়ায় তাঁর আবেদন মঞ্জুর হয়নি। পরবর্তী সময়ে তিনি সশরীরে হাজির হয়ে বিধানসভার সদস্য পদ থেকে ইস্তফা দেন। এদিকে, আইপিএফটি সুপ্রিমো রাজস্ব মন্ত্রী এন সি দেব্বর্মা দলবিরোধী কাজের অভিযোগ এনে বৃষকেতু দেব্বর্মার বিধায়ক পদ খারিজের আবেদন জানান। ওই দুইটি আবেদনের এখনো নিস্পত্তি হয়নি।


আজ বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, বিধায়ক পদ খারিজের আবেদনের ভিত্তিতে বৃষকেতু দেব্বর্মাকে বিধানসভায় হাজির হওয়ার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্ত, তিনি আজকেও আসেননি। বরং তিনি লোক মারফত দলবিরোধী অভিযোগের খন্ডন করে কিছু নথি পাঠিয়েছেন। তাতে, সুপ্রিম কোর্টের রায় সংযুক্ত রয়েছে। তিনি আরও জানান, আইপিএফটির সভাপতি এন সি দেব্বর্মা আজ উপস্থিত ছিলেন এবং বৃষকেতু দেব্বর্মার দলবিরোধী কাজের প্রমান হিসেবে দুইটি সিডি জমা দিয়েছেন।

বিধানসভার অধ্যক্ষের বক্তব্য, বিধায়ক বৃষকেতু দেব্বর্মাকে আরো একটি সুযোগ দেওয়া হচ্ছে। সামনে বিধানসভার বাজেট অধিবেশন এবং ২ এপ্রিল সম্ভবত রাজ্যসভার ভোট অনুষ্ঠিত হবে। তাই, আগামী ৬ এপ্রিল দুপুর সাড়ে বারটায় তাঁকে সশরীরে হাজির হয়ে সাফাই দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ওইদিনই তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *