BRAKING NEWS

নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য, ৩৪৩ কেজি গাঁজা উদ্ধার

তেলিয়ামুড়া, ১৪ ফেব্রুয়ারি : রাজ্য সরকারের নেশা বিরোধী অভিযানের অংশ হিসেবে গাজা বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে মুঙ্গিয়াকামী থানা পুলিশ। সোমবার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কে যানবাহন চেকিংয়ে বসে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।


সোমবার মুঙ্গিয়াকামী থানা এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কের ৩৯ মাইল এলাকায় যানবাহন চেকিংয়ে বসে এমএইচ৪৮বিএম১৮৯৪ নম্বরের একটি ছয় চাকার এসএমএল লরিতে চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশিতে মোট ৩৬টি প্যাকেটের মধ্যে ৩৪৩ কেজি শুকনো গাজা উদ্ধার করে মুঙ্গিয়াকামি থানার ওসি গৌতম দেববর্মার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী। পুলিশ গাড়ির চালক বিহারের বাসিন্দা মোহাম্মদ রাজাকে আটক করেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ বিশাল পুলিশবাহিনী। গাঁজাগুলি আগরতলা থেকে বহি:রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষাধিক টাকা হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *