মুম্বই, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের রাজভবনে নতুন দরবার হলের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নতুন দরবার হলের উদ্বোধন করার পর নিজের বক্তৃতায় রাষ্ট্রপতি বলেছেন, “পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ।” এদিন নতুন দরবার হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
রাষ্ট্রপতি নিজের বক্তৃতায় বলেন, মহারাষ্ট্র দেশের আর্থিক ও সাংস্কৃতিক কেন্দ্র। মহারাষ্ট্রে প্রতিভা ও প্রকৃতি উভয়ই বিদ্যমান। আজাদী কা অমৃত মহোৎসবের এই সময়ে রাজভবনের এই নতুন দরবার হল উদ্বোধন করে আমি ভীষণ খুশি। আমি এটা জেনে খুশি হয়েছি যে, এই বিল্ডিংয়ের বিশেষত্বকে অক্ষুন্ন রেখে এই নবনির্মাণ করা হয়েছে। পরম্পরাকে অক্ষুন্ন রেখে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতা বিবেকপূর্ণ। নতুন সুবিধা থাকা এই দরবার হল নির্মাণের জন্য রাজ্যপাল, রাজ্য সরকার-সহ সকলকে অভিনন্দন। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, লতাজির প্রয়াণে ব্যক্তিগতভাবে আমি ভীষণ ব্যথিত।