Arrested Woman : প্যাকেট ভর্তি গাঁজা সহ আটক এক মহিলা

তেলিয়ামুড়া, ১১ ফেব্রুয়ারি : প্যাকেট ভর্তি গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনা  শুক্রবার সন্ধ্যা নাগাদ মুঙ্গিয়াকামী থানাধীন ৩৫ মাইল এলাকায়।


ঘটনার বিবরণে প্রকাশ, শুক্রবার দুপুর থেকেই মুঙ্গিয়াকামী থানার পুলিশ ৩৫ মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে যানবাহন চেকিংয়ে বসেছিল। চেকিং চলাকালীন শুক্রবার সন্ধ্যা নাগাদ এক মহিলার কাছ থেকে মোট ৪টি প্যাকেটে ৬ কেজি শুকনো গাজা উদ্ধার করে মুঙ্গিয়াকামী থানার পুলিশ। জাতীয় সড়কে যানবাহন চেকিং করার সময় এক যাত্রীবাহী বাসে বসে থাকা এক মহিলা যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়াতে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে গেলে ওই মহিলা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত মহিলা পুলিশের তৎপরতায় ওই মহিলা পালিয়ে যেতে ব্যর্থ হন।


মহিলার গতিবিধি সন্দেহজনক হ‌ওয়াতে কর্তব্যরত পুলিশ খবর দেয় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিককে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরন জমাতিয়া এবং তাঁর উপস্থিতিতে ওই মহিলার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শুকনো গাজা। জানা গেছে, আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা হবে।