Seized : চুরাইবাড়ি থানার হাতে আটক এক কোটি টাকার ফেন্সিডিল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ ফেব্রুয়ারী৷৷ আবারো ত্রিপুরা-অসম সীমান্তে চুরাইবাড়ি থানার নেশা বিরোধী অভিযান সংগঠিত হয়েছে৷ অভিযানে চুরাইবাড়ি সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে উদ্ধার হয়েছে এক কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল৷ সাথে আটক করা হয়েছে ছয় চাকার কন্টেইনার লরি৷ চালক পুলিশি অভিযানের আঁচ পেয়ে গা ঢাকা দিয়েছেন৷ বর্তমানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ লরিটি চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, বুধবার দুপুর একটা নাগাদ উত্তরের চুরাইবাড়ি থানার নিকট গোপন সূত্রের খবর আসে বহিঃরাজ্য থেকে আসা ফেন্সিডিল বোঝাই লরি ত্রিপুরা অসম সীমান্তের চুরাইবাড়ি সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতর অবস্থান করছে৷ খবর পেয়ে উক্ত থানার সাব ইন্সপেক্টর বিনোদ বিহারী দেববর্মা ও অজিত চাকমা পুলিশ ও টিএসআর নিয়ে সেইল ট্যাক্স কমপ্লেক্সের ভেতরে অভিযান চালান৷ সেখানে দাঁড়িয়ে থাকা এনএল০১এসি১৪০৭ নম্বরের ছয় চাকার একটি কন্টেইনারে তল্লাশি চালিয়ে দুইশো কার্টুনে মজুত কুড়ি হাজার নেশা জাতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ৷ যদিও পুলিশি অভিযানের আঁচ পেয়ে লরি রেখে গা ঢাকা দেয় চালক৷


তারপর চুরাইবাড়ি থানার পুলিশ লরি সমেত বিপুল পরিমাণ ফেন্সিডিল চুরাইবাড়ি থানার হেফাজতে নিয়ে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ এদিকে গোটা ঘটনা নিয়ে মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার এই সাফল্য৷ উদ্ধারকৃত ফেন্সিডিল গুলি অসমের গৌহাটি থেকে ডিসটেম্পার ও নেরোল্যাক পেইন্টের সাথে লুকিয়ে আগরতলার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান বলেও জানান মহকুমা পুলিশ আধিকারিক৷ তিনি আরো বলেন, উদ্ধারকৃত ফেন্সিডিলের কালোবাজারি মূল্য আনুমানিক এক কোটি টাকা৷ তাছাড়া আগামী দিনেও এধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *