BRAKING NEWS

Trinamool : প্রিয়ঙ্কার বিরুদ্ধে গোয়ায় নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের তৃণমূলের

পানাজি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা বঢরার বিরুদ্ধে নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করল গোয়া তৃণমূল কংগ্রেস । তাঁর বিরুদ্ধে গোয়ায় ভোটপ্রচারে করোনা বিধি ভাঙার অভিযোগ তুলেছে তৃণমূল। মঙ্গলবার গোয়া তৃণমূলের সহ-সভাপতি কিশোর নরভেকর সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে প্রিয়ঙ্কার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তৃণমূলের অভিযোগ, সোমবার প্রিয়ঙ্কার সভায় হাজির কংগ্রেস নেতা-কর্মীদের অনেকে মাস্ক ছাড়াই ভোটপ্রচারে অংশ নেন। চিঠিতে লেখা হয়েছে, ‘কংগ্রেস সাধারণ সম্পাদকের সভায় যথেষ্ট ভিড় হয়েছিল এবং দূরত্ববিধি মানা হয়নি। গোয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে যা উদ্বেগের।’ নির্বাচনী বিধিভঙ্গের জন্য প্রিয়ঙ্কার বিরুদ্ধে পদক্ষেপেরও দাবি জানিয়েছে তৃণমূল। এমনকি, সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসের স্বীকৃতি বাতিলেরও দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত দু’মাসে গোয়ায় গিয়ে ধারাবাহিক ভাবে তৃণমূলকে নিশানা করেছেন প্রিয়ঙ্কা। সোমবার সান্তাক্রুজের সভায় তিনি বলেন, ‘‘আম আদমি পার্টি (আপ), তৃণমূলের মত দল গোয়াবাসীকে স্থায়ী সরকার দিতে পারবে না। কারণ, তারা গোয়ায় বহিরাগত।’’ পাশাপাশি, গোয়ার মানুষকে তিনি অনুরোধ করেছন, বাইরে থেকে আসা রাজনৈতিক দলকে ভোট দেওয়ার আগে তাঁরা যেন দেখে নেন, ওই দলগুলি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানে তারা কী কাজ করেছে।

প্রসঙ্গত, ৪০ আসনের গোয়া বিধানসভায় এ বার ৩৭টিতে লড়ছে কংগ্রেস। সহযোগী গোয়া ফরওয়ার্ড পার্টিকে তারা ৩টি আসন ছেড়েছে। অন্যদিকে, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি)-র সঙ্গে জোট বেঁধে ভোটে লড়ছে তৃণমূল। আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ার সবগুলি আসনে এক দফাতেই ভোটগ্রহণ হবে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ-সহ বাকি চার রাজ্যের সঙ্গেই হবে গণনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *