Nomination : আলিপুরদুয়ারে মিছিল করে মনোনয়ন জমা তৃণমূল কংগ্রেসের

আলিপুরদুয়ার, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : আলিপুরদুয়ারে ঢাক-ঢোল নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার আলিপুরদুয়ার পুরসভার তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন জমা দেন।

এদিন সকালে তৃণমূল জেলা পার্টি অফিস থেকে বিশাল মিছিল বের হয়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক জানান, এদিন আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভার দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দেন। দুই পুরসভাতে জয়ী হওয়া শুধু সময়ের অপেক্ষা। এদিনের মনোনয়ন জমা করার সময় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামী, অনুপ চক্রবর্তী সহ অন্য নেতৃত্ব।