খোয়াই, ৮ ফেব্রুয়ারি : খোয়াইয়ের চাম্পাহাওর থানা এলাকার বন বাজারে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম সুজন ঘাটোয়াল।
জানা গেছে, রাত দশটা নাগাদ বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে পাশের বাড়িতে ঘুমাতে গিয়েছিল সুজন ঘাটোয়াল। ভোর চারটে নাগাদ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
মৃতের বাবা জানান, রাতে খাওয়া দাওয়ার পর প্রতিদিন সুমন পার্শ্ববর্তী এক বাড়িতে ঘুমাতে যেত। কিভাবে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে পরিবারের লোকজন কিছুই জানেন না। পুলিশ সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

