কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে সোমবার রাজ্যে অর্ধদিবস ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত রাজ্যের। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ২টোর পর সরকারি দফতর ছুটি।
এদিকে, কেন্দ্রও দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এই দু’দিন গোটা দেশে জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত শিল্পীর।
করোনাভাইরাস ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ৮ জানুয়ারি থেকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর। প্রাথমিক সংকট কাটিয়ে কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু শনিবার দুপুর থেকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রবিবার সকাল ৮টা ১২মিনিটে তাঁর জীবনাবসান হয়। চিকিত্সকেরা জানান, মাল্টি অরগ্যান ফেলিওর হয়েছে প্রবীণা শিল্পীর।