নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ খোয়াই জেলায় ০ থেকে ২ বছর বয়সের শিশু ও গর্ভবতী মহিলা যারা এখনো টিকা নেয়নি, তাদেরকে মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে খোয়াই জেলা স্বাস্থ্য দপ্তর আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ দিন টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ শুক্র বার দুপুরে খোয়াই জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর নির্মল সরকার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান৷ তিনি আরো জানান আগামী ৭ ফেব্রুয়ারি তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন শ্রীরামগারা ভিলেজে মিশন ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে বসবাসরত ৬১ জন শিশু এবং ৪ জন গর্ভবতী মাকে টিকা দেওয়া হবে৷ আগামী ৭ ফেব্রুয়ারি জেলাভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা হবে তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামীতে৷
2022-02-06