কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন পুরসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই সর্বত্র ক্ষোভের দানা বেধেছে। এবার এই ক্ষোভের আগুন জ্বলল পূর্ব মেদিনীপুরেও। দাদার অনুগামী হিসেবে আজও যাঁরা এলাকা দাপিয়ে বেড়ান, তাঁরা কাঁথি পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় জায়গা পেলেন, এই অভিযোগ তুলে তৃণমূলের নির্বাচন কমিটির আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন খোদ মন্ত্রী অখিল গিরি। তৃণমূলের তরফে কাঁথি ও এগরা নির্বাচন কমিটির আহ্বায়ক অখিলের দেওয়া তালিকা টপকে, কার অঙ্গুলি হেলনে প্রার্থী বাছাই হল তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে মন্ত্রী নিজেই।
প্রার্থী তালিকা নিয়ে এত সহজে যে কাঁথির তৃণমূল কর্মীরা থামছেন না, তা শনিবারও স্পষ্ট। শনিবার সকালের মধ্যেই কাঁথির অধিকাংশ এলাকায় প্রার্থী বদলের দাবিতে পোস্টার পড়ে গিয়েছে। অখিলের যুক্তি, ‘‘দলের রাজ্য কমিটির তরফে কাঁথি ও এগরা পুরসভার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিটি গড়া হয়েছিল। যাঁর আহ্বায়ক ছিলাম আমি।’’ কী ভাবে তিনি প্রার্থী তালিকা তৈরি করেছিলেন তার বর্ণনা দিয়ে অখিল জানান, ‘‘প্রতি ওয়ার্ডের নেতৃত্বকে নিয়ে দু’বার বৈঠক করে তবেই প্রার্থী তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকা অনুমোদন পেল না।
তাই শনিবারই আমি তৃণমূলের রাজ্য সভাপতির কাছে আহ্বায়ক পদ থেকে ইস্তফাপত্র পাঠিয়ে দেব।’’