কোট্টায়াম, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতের ‘কোবরাম্যান; ভাভা সুরেশ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, কথা বলতে পারছেন চিকিৎসক ও নার্সদের সঙ্গেও। আগামী ২৪-৪৮ ঘন্টা তাঁকে আইসিইউ-তেই রাখা হবে। কোবরা সাপের কামড় খেয়ে কোট্টায়ামের গান্ধীনগরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ভারতের ‘কোবরাম্যান’ ভাভা সুরেশ। সাপ ধরার ‘রাজা’ ভাভা সুরেশ কেরলের কোট্টায়াম জেলার কুরিচিতে সাপের কামড় খান।
কোবরা সাপ কামড়ে দেয় তাঁকে, তারপর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কোট্টায়ামের গান্ধীনগরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তিনি সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন। শুক্রবার হাসপাতালের সুপার ডাঃ জয়কুমার টি কে জানিয়েছেন, “ভাভা সুরেশ এখন ভেন্টিলেটর সাপোর্টে নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, কথা বলতে পারছেন চিকিৎসক ও নার্সদের সঙ্গেও। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা তাঁকে ২৪-৪৮ ঘন্টা আইসিইউ-তে থাকার পরামর্শ দিয়েছেন।”