আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় পাচারকারীর ছুড়া ইটপাটকেলে বিএসএফ জওয়ানের কপাল ফেটে চৌচির হয়ে গেছে। তাঁর তিনটি সেলাই লেগেছে। দক্ষিণ ত্রিপুরা জেলায় রাঙ্গামুড়া বিওপি-র জওয়ানরা সীমান্তে পাচারকারীদের থামাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে। পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ২৫ কেজি গাঁজা উদ্ধার করতে পেরেছেন।
বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, শুক্রবার ভোর রাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে রাঙ্গামুড়া বিওপি-র জওয়ানরা অভিযানে যান। সীমান্তে পাচারকারীদের পাকড়াও করতে গিয়ে প্রতিরোধের মুখোমুখি হন বিএসএফ জওয়ানরা। তিনি জানান, পাচারকারীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। তাতে কনস্টেবল বিনোদ সুরেন কপালে আঘাত পান। তাঁকে সহকর্মীরা উদ্ধার নিকটবর্তী রাজনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিত্সকরা তাঁর কপালে তিনটি সেলাই করেছেন।
এদিকে, পাচারকারীরা ইট পাটকেল ছুড়ে সেখান থেকে পালিয়ে গেছে। বিএসএফ জওয়ানরা ওই এলাকা তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছেন। উদ্ধার করা গাঁজা পি আর বাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিএসএফ জওয়ানকে আক্রান্ত করার ঘটনায় মামলা করা হয়েছে।