রক্ত সংকট মেটাতে শিবির ধর্মনগরে

ধর্মনগর, ২১ জানুয়ারি : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। রক্ত সংকট দূরীকরণের জন্য এগিয়ে এলো দিনোনাথ বিদ্যামন্দিরের এনএসএস ইউনিটের স্বেচ্ছাসেবকরা।


শুক্রবার উত্তর জেলার জেলা হাসপাতালের মুমুর্ষ রোগীদের রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে এগিয়ে এলো ধর্মনগর দীননাথ নারায়নী বিদ্যামন্দিরের এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীরা। রক্তদান জীবন দান -এই শ্লোগানকে সামনে নিয়ে দীননাথ নারায়নী বিদ্যামন্দির এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা ২১ জানুয়ারি শুক্রবার স্বেচ্ছায় রক্তদানের জন্য এক শিবির করে। রক্তদান শিবিরে চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ড: কাবেরী নাথ, উপস্থিত ছিলেন ধর্মনগর ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি জহর চক্রবর্তী, সহ-সভাপতি চম্পু সোম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা। রক্তদান শিবিরে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ১৬ জন ছাত্র-ছাত্রী স্বেচ্ছায় রক্তদান করে। ব্লাড ডোনার্স এসএসসিএনএর সভাপতি জহর চক্রবর্তী স্বেচ্ছায় রক্তদানের জন্য এনএসএস ইউনিটের ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন এবং আরো বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা যাতে এভাবে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে তার জন্য তাদের প্রতিও আহ্বান রাখেন।