ফাঁসিতে আত্মঘাতী এক ব্যক্তি

চন্ডিপুর, ২১ জানুয়ারি : চন্ডিপুর ব্লকের অন্তর্গত ভাগ্যপুর এলাকায় ৫৩ বছর বয়স্ক এক ব্যক্তির ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনার বিবরণে জানা গেছে, ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ২ নং ওয়ার্ড এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় গোপেন্দ্র দেবনাথকে দেখতে পান এলাকার জনৈক বাসিন্দা। সাথে সাথেই বিষয়টি জানানো হয় গোপেন্দ্র দেবনাথের পরিবারকে।


খবর পেয়েই পরিবারসহ এলাকাবাসী জড়ো হন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় কৈলাশহর থানায়। কৈলাশহর থানার পুলিশ ও টি এস আর বাহিনী ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত গোপেন্দ্র দেবনাথের ভাই সুশান্ত দেবনাথ জানান, গোপেন্দ্র দেবনাথ মানসিক ভাবে অসুস্থ। বেশ কয়েকবার চিকিৎসাও করা হয়েছে। গোপেন্দ্র দেবনাথের  স্ত্রী ও দুই সন্তান বিলোনিয়াতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে ভূপেন্দ্র দেবনাথকে মানসিক অসুস্থ বলা হলেও হঠাৎ করেই বা তিনি কেন আত্মহত্যার পথ বেছে নেবেন সে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিলোনিয়াতে নিজ বাড়ি,  স্ত্রী ও দুই সন্তান থাকা সত্বেও তিনি কেন  ভাগ্যপুড়ের বাড়িতে থাকেন সে নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।