বন্ধ ঘরে অক্সিজেনের অভাব, গয়ায় শ্বাসকষ্টে মৃত্যু মা ও তিন সন্তানের

গয়া, ২১ জানুয়ারি (হি.স.): ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভিতরে জ্বালিয়ে ছিলেন আগুন, বন্ধ ছিল ঘরের দরজা। এর ফলে অক্সিজেনের অভাব দেখা দেয় ঘরে, ঘুমের মধ্যে শ্বাসকষ্টে মৃত্যু হল মা ও তিন সন্তানের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলার আত্রি থানা এলাকায়। মৃতদের নাম-বিভা দেবী, তাঁর সন্তান সিমরন কুমারী, আরিয়ান কুমার ও অঙ্কিতা কুমারী। শুক্রবার সকালে তাঁদের দেহ উদ্ধার হয় ঘর থেকে।

পুলিশ জানিয়েছে, শীত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে ঘরের ভিতরে আগুন জ্বালিয়েছিলেন বিভা দেবী। বন্ধ ঘরে অক্সিজেনের অভাব দেখা দেয়, ঘুমের মধ্যেই ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে প্রতিবেশীদের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ আসে। বন্ধ ঘর থেকে ৪ জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় বসিন্দাদের সঙ্গেও কথা বলেছে পুলিশ।