শীতের শিরশিরানি ও হিমেল পরশ দুই বঙ্গে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

কলকাতা, ২০ জানুয়ারি (হি.স.): পারদের ওঠা-নামা চলছেই বঙ্গভূমিতে। কখনও বাড়ছে কখনও আবার কমছে তাপমাত্রার পারদ, মাঘের শুরুতে আবহাওয়ার এই খামখেয়ালিপনা চলছেই। তবে, পারদ ওঠা-নামা করলেও বিগত ৪৮ ঘন্টা দুই বঙ্গে জম্পেশ শীত অনুভূত হয়েছে। বৃহস্পতিবার শীতের শিরশিরানি আরও বেড়েছে বলাই যেতে পারে। এরইমধ্যে আরও একটি খারাপ খবর হল, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ফের থমকে যেতে পারে শীত।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, জোড়া পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আগামী রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। ফের বাড়বে তাপমাত্রার পারদ, শীতের আমেজ আরও একবার গায়েব হয়ে যাবে। আবহবিদরা জানিয়েছেন, সপ্তাহান্তেই শীত কমে নামতে পারে বৃষ্টি। শুক্রবার থেকে আকাশে জমতে শুরু করবে মেঘ। বা়ড়তে থাকবে তাপমাত্রা।