গোয়ায় প্রার্থীতালিকা প্রকাশ বিজেপির, টিকিট পেলেন না মনোহর পার্রিকরের ছেলে

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.) : গোয়ায় আসন্ন বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। কিন্তু শেষ পর্যন্ত তাতে জায়গা হল না প্রয়াত মনোহর পার্রিকরের ছেলে উত্পলের। উতপলের নাম থাকে কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলের নজর ছিল বিজেপির প্রার্থী তালিকার দিকে। কিন্তু ঠাঁই হল না দেশের প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী তথা জনপ্রিয় বিজেপি নেতার ছেলের। ইদানীং প্রকাশ্যেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর মন কষাকষি চলছিল। তিনি অনড় অবস্থান নিয়েছিলেন, তাঁকে বাবার ছেড়ে যাওয়া পানাজি কেন্দ্রে টিকিট দিতে হবে। কিন্তু সেই দাবিকে গুরুত্বই দিল না বিজেপি। মনোহরের পানাজি আসনে তারা প্রার্থী করেছে আন্তাসিও বাবুশ মনসারেত্তেকে।

তিনবারের গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর গোয়ায় শীর্ষ বিজেপি নেতা হিসাবে সব মহলে ছিলেন বিরাট জনপ্রিয়। বেশ কিছুদিন অসুস্থতার পর ২০১৯ এ মুখ্যমন্ত্রী থাকাকালেই মারা যান তিনি। ২৫ বছর তিনি পানাজি কেন্দ্রে নির্বাচিন হয়ে এসেছেন। ফলে প্রয়াত পিতার আসনের প্রতি টান থাকা স্বাভাবিক উত্পলের। বেশ কিছুদিন ধরে পানাজি থেকে ভোটে লড়ার বাসনা প্রকাশ করে তিনি নানা অংশের মানুষজনের সঙ্গে যোগাযোগ করছিলেন, মন্দিরে, মন্দিরেও ঘুরছিলেন। তিনি লড়তে তৈরি বলে ঘোষণা করেছিলেন।