ইউপিএ আমলে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছিল উত্তরাখণ্ডের সঙ্গে : প্রহ্লাদ জোশি

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.): কংগ্রেসকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি। বললেন, ইউপিএ আমলে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছিল উত্তরাখণ্ডের সঙ্গে। কিন্তু, এখন উন্নয়ন হচ্ছে সেই রাজ্যে। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ৫৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি। এদিন প্রার্থী তালিকা ঘোষণা করার পরই কংগ্রেসকে আক্রমণ করেছেন জোশি।

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা প্রহ্লাদ জোশি বলেছেন, “ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী উত্তরাখণ্ডের প্রতিষ্ঠা করেছিলেন। কংগ্রেস ও অন্যান্য দল তখনও উত্তরাখণ্ড গঠনের বিরোধিতা করেছিল। ইউপিএ শাসনকালে উত্তরাখণ্ডের সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করা হয়েছিল।” জোশি আরও বলেছেন, “বিগত ৫ বছর ধরে উত্তরাখণ্ডে বিকাশ হচ্ছে। দেশের সুরক্ষায় উত্তরাখণ্ডের বিরাট অবদান রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার উত্তরাখণ্ডে সামরিক ধাম প্রতিষ্ঠারও কল্পনা করেছে।”