মালদায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫ দুস্কৃতি

মালদা, ২০ জানুয়ারি (হি. স.) : মালদার কালিয়াচকে বড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সুজাপুর এলাকায় হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। পাঁচজনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে ।

জানা গিয়েছে, ধৃতরা ডাকাতির উদ্দেশে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল। ডাকাতির পরিকল্পনা ছিল। কিন্তু পুলিশের কাছে আগেই খবর যায়। এরপরই রাতে ওই দলের গোপন ডেরায় হানা দেয় কালিয়াচক থানার উর্দিধারীরা। সেখান থেকেই পাঁচজনকে হাতেনাতে ধরা হয়। পুলিশ তাদের কাছ থেকে তিনটি ওয়ান শটার-সহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করে। ধৃতদের নাম করিমুল্লা শেখ, মুজাফ্ফর রহমান, কাসেদ আলি, বাবলু শেখ ও আশিক শেখ। ধৃতদের জেরা শুরু করেছে পুলিশ।