এ বছরেই টেনিস কোর্টকে বিদায় জানাতে চলেছেন সানিয়া মির্জা

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : এ বছরের শেষেই নিজের টেনিস-জীবনে ইতি টানতে চলেছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস থেকে বিদায় নেওয়ার পরেই জানিয়ে দিলেন, এবছরই শেষ বারের মতো কোর্টে দেখা যেতে চলেছে তাঁকে। তবে যতদিন খেলবেন, ততদিন যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান।

বুধবার অস্ট্রেলিয়া ওপেনের প্রথম ম্যাচে পরাস্ত হয়েছেন হায়দরাবাদের এই টেনিস তারকা। আর তারপরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সানিয়া মির্জা জানিয়ে দিলেন এটাই তাঁর শেষ মরশুম হতে চলেছে। কয়েক সপ্তাহ আগে থেকেই তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। চলতি মরশুমে তিনি পুরোটা খেলবেন কি না, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।
ম্যাচের পর সানিয়া বলেন, ‘আমার মনে হয়ছিল যে আমি আরও ভালো পারফর্ম করতে পারব। কিন্তু, শরীরটা আর আগের মতো সঙ্গ দেয় না। এটাই আমার কাছে সবথেকে বড় প্রতিবন্ধকতা। ২০০৩ সাল থেকে আন্তর্জাতিক টেনিস খেলছেন সানিয়া মির্জা। প্রায় ২ দশক টেনিস কোর্টে রাজত্ব করার পর তিনি অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেন।’

ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির রয়েছে সানিয়ার। ডাবলসে অতীতে শীর্ষস্থানে ছিলেন। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি। এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক রয়েছে তাঁর। শেষ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছিলেন ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেনে, মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে। মোট ৬টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর। ডাবলস এবং মিক্সড ডাবলসে তিনটি করে। সব থেকে বেশি সাফল্য হিঙ্গিসের সঙ্গেই।